-->

Type something and hit enter

ads here
By On
advertise here
তাহলে পোস্টটি আপনার জন্য। প্রথমেই বলে রাখি, আপনি যদি প্রাইভেসী পেতে চান, তাহলে ”গুগলের মোহমায়া”- ত্যাগ করুন। কারন, তারাই বিশ্বে এক নাম্বার তথ্যচোর। এইতো, কিছুদিন আগেই অ্যামেরিকা’র House of Representatives- গুগলের সিইও সুন্দর পিচাইকে তলব করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তার কোম্পানী তথ্য ম্যানিপুলেট করে। যার মাধ্যমে ইউএস- জাতীয় নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প সুযোগ নেয়। কনগ্রেসম্যানদের প্রশ্নে সুন্দর পিচাই এক পর্যায় দায়ভার নেন, তার কোম্পানী তথ্য ম্যানিপুলেট করে।
আপনি কি জানেন, গুগল আপনার প্রতিটা সার্চ + লোকেশন হিস্টরী সংরক্ষন করে? বিশ্বাস না হলে লিংকে ঘুরে আসেন। আপনার পুর্বের সব তথ্য পেয়ে যাবেন। https://myactivity.google.com/myactivity
এরা আমার আপনার ইমেইল, ড্রাইভ সবকিছুর তথ্য দেখে সেই অনুয়ায়ী আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়। আর বিজ্ঞাপন মানেই তাদের লাভ। এখন প্রশ্ন , প্রাইভেসী কই পাবেন? নিচে দেখতে থাকুন।
১. প্রথমেই গুগল এর মায়া ত্যাগ করুন। এটা সত্য গুগলের বিকল্প কোনকিছুই নেই। এজন্য কোন একটা ফেক একাউন্ট খুলুন। নিজের আসল নাম, জন্মতারিখ পরিবর্তন করে দিবেন। এরপর https://myactivity.google.com/myactivity - এর Activity Control গিয়ে গুগলকে লিগ্যালি বলুন, আমার কোনকিছু তুমি সংরক্ষন করবে না। একটু পড়ে যেসব অপশনগুলো আপনার লাগবেনা, সেগুলা ডিজাবেল করে দিন।
২. সার্চ ইন্জিন হিসেবে https://duckduckgo.com ব্যবহার করুন। তারা আপনার কোন ধরনের সার্চ রেজাল্ট সংরক্ষন করেনা। (Available in Android + iOs)
৩. ব্রাউজার: গুগল ক্রাম ত্যাগ করুন। পৃথিবীর সবচাইতে সিকিওর ব্রাউজার Tor. তারা আপনার আইপি ৪-৫ দেশ ঘুরিয়ে তারপর সার্ভারে কানেক্ট করে। যদি ডার্ক ওয়েবে ইন্টারেস্ট থাকে, তাহলে টর প্রোজেক্টের বিকল্প নেই।
৪. মজিলা ফায়ারফক্স ব্যবহার করুন। ফাস্ট এবং সিকিওর ব্রাউজার। এছাড়াও https://brave.com/- ব্রাউজার ইউস করতে পারেন। তারা ডিফল্ট ভাবে সকল Advertise, Tracker, Device Fingerprint মুছে থাকে। জাভা স্ক্রীপ্টের প্রতিষ্ঠাতা Brendan Eich এই ব্রাউজারের প্রতিষ্ঠাতা। আমি ব্যাক্তিগতভাবে এই ব্রাউজারের ফ্যান। (Available in Android + iOs)
৫. ইউটিউবে ভিডিও এর মাঝে অ্যাড দেখতে দেখতে বিরক্ত? ভালো একটা অ্যাডব্লকার ইউস করুন। সবচাইতে পাওয়ারফুল অ্যাডব্লকার হলো, ublock origin. ব্রাউজারে এটা অ্যাডঅন লাগিয়ে নিন,..... সকল বিরক্তিকর অ্যাড দেখা থেকে আজীবনের জন্য মুক্তি পান।
৬. ইমেইলের জন্য মোস্ট পপুলার সিকিওর https://protonmail.com/- ব্যবহার করুন। এতে একাউন্ট খুলতে আপনার ব্যাক্তিগত তথ্য লাগেনা। সুইজারলান্ড ভিত্তিক সার্ভার সিকিউরিটি সিস্টেম। (Available in Android + iOs)
৭. আপনার ব্রাউজার কতটুকু ট্রাকার সিকিওর, টেস্ট করুন এখানে: https://panopticlick.eff.org
৮. সোশাল মিডিয়াতে যতটুকু সম্ভব আপনার পার্সোনাল গুরুত্বপুর্ন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। কারন এটা সবারই জানা, বিগত কয়েকমাসে ফেসবুকে কত মিলিয়ন মানুষের তথ্যচুরি হয়েছে।
৮. সিকিওর ইন্টারনেট তথ্য আদানপ্রদান করতে https://signal.org/ অথবা https://telegram.org/ - ম্যাসেন্জার ইউস করুন। কোন তৃতীয়পক্ষ আপনার নিয়ন্ত্রন নিতে পারবে না।
৯. Privacy Possum- Addon ইউস করুন। এটা আপনার Etag, Header ট্রাকার স্বয়ংক্রীয় ভাবে প্রতিরোধ করে।
১০. সবসময় প্রাইভেট মোডে ব্রাউজ করুন। এতে করে, সব কাজ শেষে আপনার পিসিতে কোন ক্যাশ, কুকি জমতে পারবে না। হ্যাকাররা আপনার ক্যাশ কুকি পর্যন্ত চেক করতে পারে।
১১. পিসিতে লিন্যাক্স অপারেটিং সিস্টেম ইউস করুন। মাইক্রোসফট আপনার পিসির তথ্য হাতিয়ে নেয়। যারা একান্তই উইন্ডোজ ফ্যান, তারা উইন্ডোজের জন্য DWS-Spyware রিমুভার ইউস করুন।
১২. বিষদ আরো বিস্তারিত জানতে , https://www.privacytools.io/- সাইটটাতে ভিজিট করতে পারেন।
১৩. সাইবার ৭১, এর সঙ্গেই থাকুন।
তথ্যগুলা ছড়িয়ে দিন, অনলাইনে নিরাপদ থাকুন। মনে রাখবেন, আপনি কোন প্রডাক্ট নয়।


Click to comment